ফরিদপুরের চাপাই বিলে ২৪০ কেজি মাছের পোনা অবমুক্ত

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের চাপাই বিলে ২৪০ কেজি কার্প (রুই, কাতলা, মৃগেল প্রভৃতি) জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেলের দিকে চাপাই বিলের উন্মুক্ত জলাশয়ে ওসব মাছের পোনা অবমুক্ত করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।
এসময় তাঁর সাথে ফরিদপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শিরীন শারমিন খান, ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনসহ সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয়ভাবে সেখানে আরও উপস্থিত ছিলেন, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন, ফরিদপুর জেলা কৃষক দলের সহসভাপতি ও কানাইপুর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য রাশেদ খাঁন, ইউপি সদস্য সুমন পোদ্দার প্রমুখ।
মাছের পোনা অবমুক্ত করে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান উপস্থিত জেলেদের চাপাই বিলে কমপক্ষে এক থেকে দু' মাস মাছ না ধরার পরামর্শ দেন। এসময় চাপাই বিলের মতো বৃহৎ উন্মুক্ত জলাশয়ে মাছ শিকারের ক্ষেত্রে চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রধান করে ইউএনও ইসরাত জাহান জেলেদের উদ্দেশ্য করে আরও বলেন, 'ওসব জাল বড় মাছের পোনা, মাছের ডিম ও অন্যান্য জলজ প্রাণী মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ধ্বংস করে থাকে এবং জলজ জীববৈচিত্র্যের জন্য তা অত্যন্ত ক্ষতিকর, যা মৎস সম্পদকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।'
এসময় ফরিদপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শিরীন শারমিন খান জানান, 'মৎস অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে ফরিদপুর সদর উপজেলার নির্বাচিত জলাশয় সমুহে মাছের পোনা অবমুক্তকরণের অংশ হিসেবে আমরা আজ (বুধবার) চাপাই বিলে ২৪০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করলাম।'
এ নিয়ে ফরিদপুরে উন্মুক্ত জলাশয়ে উপরোক্ত প্রোগ্রামের আওতায় সরকারি বরাদ্দকৃত ৪৭৫ কেজি মাছের পোনা অবমুক্তকরণ সম্পূর্ণ হলো বলেও জানান ফরিদপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন শারমিন খান।
(আরআর/এসপি/আগস্ট ২৭, ২০২৫)