বরিশালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিকদের ধর্মঘট

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালে পার্কিং স্থান পাওয়ার দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকে ধর্মঘট শুরু হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) ভোর ছয়টা থেকে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেডের আওতাধীন সকল গাড়ি রোগীদের সেবা বন্ধ করে দিয়েছে।
বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক আজিজুর রহমান বলেন, প্রায় দুইশ’ জন মালিকের সমন্বয়ে ১০৮টি অ্যাম্বুলেন্স রয়েছে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেডের আওতায়। এখানে কোন সিন্ডিকেট নেই দাবি করে তিনি আরও বলেন, যে যতো কম ভাড়ায় সেবা দিতে পারে তার চাহিদা ততো বেশি থাকে। ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুন লাগার পরে হতাহতের উদ্ধারে ৫০টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ফ্রি সেবা দিয়েছে বরিশালের মালিক-চালক ও শ্রমিকরা। করোনাকালীন সময়ে ২৪ ঘণ্টা সেবা প্রদানের পাশাপাশি অনেক রোগীকে প্রশাসনের অনুরোধে ফ্রি কিংবা শুধু তেল খরচ নিয়েও তারা সেবা দিয়েছেন।
বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি ফিরোজ আলম বলেন, শেবামেকের পরিচালকের আদেশের পর বেসরকারি অ্যাম্বুলেন্স আর হাসপাতালের ভেতরে পার্কিং করতে দেয়া হচ্ছেনা। তাই বাধ্য হয়ে তারা হাসপাতালের বাহিরে অনিরাপদ জায়গায় অ্যাম্বুলেন্সগুলো পার্কিং করার কারণে অনেক গাড়ির ব্যাটারিসহ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। কিন্তু আমরা দক্ষিণাঞ্চলের বৃহত্তর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান শেবামেক হাসপাতালের রোগীদের সেবা দিয়ে থাকি, তাই আমাদের দাবি হাসপাতালের ভেতরে নির্ধারিত পার্কিং স্থান আমাদের ফিরিয়ে দেয়া হোক।
(টিবি/এসপি/আগস্ট ২৭, ২০২৫)