যশোরে বিজিবির পৃথক অভিযানে ৩৬ পিস স্বর্ণের বারসহ আটক ৩

যশোর প্রতিনিধি : যশোরের কোতোয়ালি থানা এলাকায় পৃথক দুই অভিযানে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৩৬পিস স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার সকালে কোদালিয়া বাজার এবং তারাগঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, মানিকগঞ্জের আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোরের জাহিদ হোসেন (২৬) এবং সুজন কুমার বাপ্পি (৩৪)।
এসময় আটককৃতদের কাছ থেকে ৫ কেজি ৩৩৪ গ্রাম ওজনের ৩৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৮৬৮ টাকা। এই অভিযানে আসামিদের কাছে ৫টি মোবাইল ফোন, ভারতীয় ৪০ রুপি এবং নগদ ৩৫ হাজার ৩২০ টাকা পাওয়া গেছে। সব মিলিয়ে মোট উদ্ধারকৃত দ্রব্যের মূল্য প্রায় ৮ কোটি টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আটককৃতদের ম্যানিব্যাগ ও কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা ঢাকা থেকে এই স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। স্বর্ণগুলো ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে আনা হয়েছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
(এসএ/এসপি/আগস্ট ২৮, ২০২৫)