কাপাসিয়ার হাইলজোরে ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার হাইলজোরে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা
আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
সহকারী শিক্ষক হরিমহন বিশ্বাসের সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, 'শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের' অধ্যক্ষ প্রফেসর মোঃ আফলাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাদল, অভিভাবক প্রতিনিধি আসাদুজ্জামান, শিক্ষার্থী নুসরাত ফারিয়া, আয়েশা সিদ্দিকা সারা প্রমুখ।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ আজাদের সার্বিক ব্যবস্থাপনায় সমাবেশে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি ও মানপত্র পাঠ করেন শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা।
(এসকেডি/এসপি/আগস্ট ২৮, ২০২৫)