স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম.এম.) কলেজের হোস্টেল ফি এবং অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফি কমানোর দাবিতে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ  ছাত্রদল। আজ বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক তারেক, জেলা সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সরকারি এম.এম. কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক টিটন তরফদার এবং আকিব আনোয়ার।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতিতে হোস্টেল ও পরীক্ষার ফি শিক্ষার্থীদের জন্য একটি বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। অনেক শিক্ষার্থী অর্থের অভাবে সময়মতো ফি পরিশোধ করতে পারছেন না, যার ফলে তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। তাঁরা অবিলম্বে এই ফি কমানোর জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান, যাতে সাধারণ শিক্ষার্থীরা স্বস্তি পায়।

কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. মিজানুর রহমান ছাত্রদল নেতৃবৃন্দের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন এবং তাঁদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

(এসএ/এসপি/আগস্ট ২৮, ২০২৫)