বেনাপোলে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে ভারত সংলগ্ন ইছামতি নদীর পাশের চরের মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সীমান্তবর্তী বাসিন্দারা জানান, এই চরের মাঠে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ এবং সার্বক্ষণিক বিজিবি সদস্যদের কড়া নজরদারি থাকে। তাদের দাবি, এই পথ ব্যবহার করে বাংলাদেশ থেকে সোনা এবং ভারত থেকে ফেনসিডিল, মদ ও অস্ত্র চোরাচালান হয়। ধারণা করা হচ্ছে, চোরাচালানকে কেন্দ্র করে ওই যুবককে হত্যা করে তার মরদেহ সীমান্তের এই নির্জন স্থানে ফেলে রাখা হয়েছে। এর আগেও এই সীমান্ত এলাকা থেকে গাছে ঝোলানো বা নদীর পাড়ে বিভিন্ন ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে বলে স্থানীয়রা জানান।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক খাইরুল ইসলাম বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এখনো তার নাম ঠিকানা জানা যায়নি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য যশোর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করবে।
(এসএ/এসপি/আগস্ট ২৮, ২০২৫)