তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ৩ দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বার্তায় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই কাম্য নয়। পুলিশের হামলার ঘটনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মারাত্মক আহত হয়েছেন।

বার্তায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণে সরকারের প্রতি অনুরোধ জানান অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। সেই সঙ্গে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবিও জানান তিনি।

(টিবি/এসপি/আগস্ট ২৮, ২০২৫)