শুল্ক কর ফাঁকি দিয়ে আমদানিকৃত সিগারেট জব্দ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শুল্ক কর ফাঁকি দিয়ে আমদানিকৃত সিগারেট জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বরিশাল সার্কেল-২ এর কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট বিভাগের বরিশাল সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, গৌরনদী উপজেলার টরকী বন্দরের হিরা লাল বণিক, তমাল স্টোর ও বিসমিল্লাহ স্টোরসহ কয়েকটি দোকানে ২৭ আগস্ট দুপুরে অভিযান পরিচালনা করা হয়।
এরমধ্যে হিরালাল বণিকের দোকানের দোতলার টিনের চালের কার্নিশে লুকিয়ে রাখা অবস্থায় জাল ও নকল স্ট্যাম্পযুক্ত হলিউড ব্রান্ডের তিন হাজার ছয়শ’ শলাকা সিগারেট এবং জাল ও নকল ব্যান্ডরোল যুক্ত নয় হাজার ৭৫০ শলাকা আকিজ বিড়ি জব্দ করা হয়। এ ঘটনায় যথাযথ আইনী প্রক্রিয়া চলছে। পাশাপাশি শুল্ক কর ফাঁকি দিয়ে আমদানিকৃত পন্যের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
(টিবি/এসপি/আগস্ট ২৮, ২০২৫)