আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল নার্সিং কলেজের তিন শিক্ষকের অপসারণের দাবিতে কুশপুত্তলিকা দাহ ও ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকালের দিকে বরিশাল সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন।

বিক্ষুব্দ শিক্ষার্থীরা জানায়, শিক্ষার মানোন্নয়নে গত মে মাসে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কয়েকজন শিক্ষক বহিরাগতদের নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় তারা অভিযুক্ত তিন শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে আসছিলো। কিন্তু তাদের দাবি পূরন না হওয়ায় তারা কুশপুত্তলিকা দাহ ও ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও বলেন, ‎গত ৬ মে চার দফার যৌক্তিক দাবিতে সারাদেশের সকল নার্সিং কলেজের সাথে একাত্মতা রেখে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রত্যক্ষ মদদ দাতা, বহিরাগতদের ডেকে এনে শিক্ষার্থীদের লাঞ্ছনা, হেনস্তা ও হুমকি প্রদানসহ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করে ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম, আধিপত্য বিস্তার, নারী শিক্ষার্থীদের সাথে আপত্তিকর শব্দ ব্যবহার ও যৌণ হয়রানিসহ একাধিক গুরুত্বর অভিযোগে অভিযুক্ত শিক্ষক আলী আজগরকে কলেজ থেকে অপসারন করা হয়নি।

‎‎এছাড়াও শিক্ষার্থীদের হুমকি প্রদান, হামলায় সরাসরি অংশগ্রহণ করা, নারী শিক্ষার্থীদের সাথে অশালীন কুরুচিপূর্ণ আচরনসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত অন্য দুই শিক্ষক সাইব হোসাইন রনি এবং ফরিদা বেগমও স্বপদে বহাল রয়েছেন। দ্রুত অভিযুক্ত শিক্ষকদের কলেজ থেকে অপসারন করা না হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন।

(টিবি/এসপি/আগস্ট ২৮, ২০২৫)