জলবায়ু পরিবর্তন মোকাবেলার সমাধানে বৃক্ষরোপণ
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী পদক্ষেপ। বর্তমানে জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ, বৈশ্বিক উষ্ণায়ন, প্রাকৃতিক দুর্যোগ এবং জীববৈচিত্রের সংকট আমাদের জীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় বৃক্ষরোপণকে বলা হয় সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কার্যকর সমাধান।
কথাগুলো বলেছেন-বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা। উজিরপুর উপজেলার হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ২৭ আগস্ট বিকেলে ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা ও দশ প্রজাতের মৌসুমী সবজি বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা বৃক্ষরোপণ আন্দোলনে সবাইকে দায়িত্বশীল হয়ে যুক্ত হওয়ার আহবান জানিয়ে আরও বলেছেন-গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নিঃসরণ করে। এতে বায়ুমন্ডলে গ্রিনহাউস গ্যাস কমে গিয়ে বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস পায়।
তিনি বলেন, গাছ ঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙন থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে। বৃক্ষ মাটিকে দৃঢ় করে ও ক্ষয়রোধ করে। ফলে কৃষি উৎপাদন বাড়ে। পাখি, প্রাণী ও ক্ষুদ্র জীবেরা গাছের ওপর নির্ভরশীল। বৃক্ষরোপণ তাদের আশ্রয়স্থল তৈরি করে। গাছপালা শুধু পরিবেশকেই সুন্দর করে না, মানুষের মানসিক প্রশান্তি ও সুস্থতাও বজায় রাখে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা বলেন, বাংলাদেশের উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ম্যানগ্রোভ বা সুন্দরবনের মতো বনভূমি আমাদের প্রাকৃতিক ঢাল। বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার সবচেয়ে কার্যকর উপায়। আজ আমরা যদি গাছ লাগাই, আগামী প্রজন্ম একটি সুস্থ-সুন্দর ও নিরাপদ পৃথিবী পাবে। তাই প্রত্যেককে দায়িত্বশীল হয়ে নিজেকে বৃক্ষরোপণ করতে হবে এবং প্রতিবেশীকে উৎসাহিত করতে হবে। সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটির (সিআরএসএস) আয়োজনে ও সুরক্ষা প্রকল্পের উদ্যোগে বিভিন্ন প্রজাতের গাছের চারা ও সবজি বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরএসএস'র নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লভ।
(টিবি/এসপি/আগস্ট ২৮, ২০২৫)