বরিশালে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : তালাবদ্ধ ভাড়াটিয়া বাসা থেকে রাজ্জাক হাওলাদার (৫০) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মরদেহ মর্গে প্রেরন করা হয়েছে।
এর আগে বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের ভাড়া বাসার বিল্ডিংয়ের কলাপসিবল গেটের তালা ও ভিতর থেকে বন্ধ দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত রাজমিস্ত্রি রাজ্জাক হাওলাদার উজিরপুর উপজেলার সোনারবেগুন গ্রামের বাসিন্দা। তিনি বানারীপাড়ার সদর ইউনিয়নের মাছরং গ্রামের মৃত খালেক আকনের একতলা বিল্ডিংয়ে একা ভাড়ায় থাকতেন। বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাজ্জাক হাওলাদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
(টিবি/এসপি/আগস্ট ২৮, ২০২৫)