মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ওষুধ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিফাত আরা মৌরি। জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আশোকাঠী মেডিক্যাল হলকে তিন হাজার, নয়ন মেডিক্যাল হলকে ১৫ হাজার ও কাউসার ড্রাগ হাউজকে পাঁচ হাজার টাকা জরিমানার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিফাত আরা মৌরি। অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/আগস্ট ২৮, ২০২৫)