আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল সদর উপজেলাধীন কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাতনামা (৫৮) এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। 

আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয়দের কাছে লাশ ভাসতে দেখার খবর পেয়ে তাৎক্ষনিক কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার করে বরিশাল সদর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সদর নৌ-থানার ইন্সপেক্টর অসিম সিকদার বলেন, অজ্ঞাতনামা মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য পাশ্ববর্তী বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে।

(টিবি/এসপি/আগস্ট ২৮, ২০২৫)