যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : ড. ফারজানা নাসরিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। তিনি এই বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। গত ২৫ আগস্ট, ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে পরবর্তী তিন বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়। তিনি বিদায়ী চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হলেন।
দায়িত্ব পালনকালে ড. ফারজানা নাসরিন বিধি মোতাবেক সকল ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
উল্লেখ্য, ড. ফারজানা নাসরিন ২০১৪ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (IBS) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি তাঁর উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে বিভাগকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে চান এবং এজন্য সকলের দোয়া চেয়েছেন।
(এসএমএ/এএস/আগস্ট ২৮, ২০২৫)