দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর শহরের উত্তর কোমরপুরে সড়কের পাশের জঙ্গল থেকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা খুঁজতে গিয়ে জঙ্গলের ভেতর লাশটি দেখতে পান। মরদেহটির পরনে ছিল কালো কোট ও কালো প্যান্ট। হাত-পা রশি দিয়ে এবং চোখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় জঙ্গলের ভেতর উপুড় করে রাখা ছিল লাশটি। ইতিমধ্যে পচে গিয়ে মুখের হাড় বের হয়ে এসেছে এবং চারপাশে পোকামাকড়ের উপদ্রব দেখা যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, “ধারণা করা হচ্ছে সাত-আট দিন আগে লাশটি ফেলে রাখা হয়েছে। অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

(ডিসি/এএস/আগস্ট ২৯, ২০২৫)