বিকাশ স্বর্নকার, বগুড়া : সাম্য ও মানবিকতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সনাতনী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতেই গীতা থেকে পাঠ করেন ধর্মীয় শিক্ষক প্রদীপ চক্রবর্তী।

আজ শুক্রবার বিকেলে উথলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম এর সভাপতিত্ব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।

এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস,সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট কেন্দ্র কমিটির সহ-সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, আব্দুল মান্নান মোল্লা প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রামনারায়ণ কানু, সাধারণ সম্পাদক আশীষ কুমার রায়, সুবীর দত্ত ছাড়াও বিভিন্ন ইউনিয়ন হতে হাজার হাজার সনাতনী নারী পুরুষ এ সমাবেশে অংশগ্ৰহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা মীর পরিবারের সদস্য মীর শাহে আলমের ছায়াতলে শান্তিতে বসবাস করছি। তারা আরো বলেন, বিগত সরকারের চেয়েও বর্তমানে অত্যন্ত ভালো আছি। তাদের দাবি আগামীতে মীর শাহে আলমকে আমরা এমপি নির্বাচিত করেই তবে ঘরে ফিরবো।

(বিএস/এসপি/আগস্ট ২৯, ২০২৫)