সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মহাসড়কের পাশ থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার পিলজংগ এলাকায় এ ঘটনা ঘটে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করে জানায়, সকালে মহাসড়কের পাশে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহটি বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

(এস/এসপি/আগস্ট ২৯, ২০২৫)