রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে কোটাকোল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বড়দিয়া হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। 

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বক্তব্যের শুরুতে নেতাকর্মীদের সামনে রাষ্ট্র কাঠামো সংস্কারের বিএনপির ঘোষিত ৩১ দফা পাঠ করে শোনান এবং এটা বাস্তবায়নের জন্য কাংখিত উন্নয়ন পেতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিগত সরকারের এমপি ও উপজেলার চেয়ারম্যানেরা এলাকার কোন উন্নয়ন করেনি। শুধু নিজেদের পকেট ভারী করেছেন। বিএনপি ক্ষমতায় এলে এলাকার উন্নয়ন এবং এলাকার মানুষের জন্য কাজ করবো।

প্রধান বক্তা মো. মনিরুল ইসলাম বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগের পতনের পর বিগত ১ বছরে আমরা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। হিন্দুদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করেছি। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বড়দিয়া বাজারের উন্নয়নসহ বড়দিয়া মহাজন ঘাটে ব্রীজের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

এ সময় কোটাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্যা জিকরুল আলমের সভাপতিত্বে ও কোটাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহম্মেদ ও লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. নিয়ামত মোল্যার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মাহবুব মোর্শেদ জাফল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াগাতী থানা বিএনপি সভাপতি খাঁন মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, লেহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক), জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুনসহ প্রমুখ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা তৃণমূলের নেতাকর্মীরা।

(আরএম/এসপি/আগস্ট ২৯, ২০২৫)