‘সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিজয়ী হতে ব্যাপক কাজ করছে জেলা বিএনপি’

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা-৪ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. মো: মনিরুজ্জামান বলেছেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্য,গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা।
এ লক্ষ্যে সাতক্ষীরার ৪টি আসনে সাংগঠনিক শক্তিবৃদ্ধিসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে কাজ করছে জেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
তিনি আরও বলেন, ২০০৯ সাল থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি সাতক্ষীরা-৪ সংসদীয় আসনে গণমানুষের সুখে-দুখে পাশে আছেন। তাই তিনি আশা করেন,নির্বাচনে ধানের শীষের প্রার্থী হলে, তিনি সাতক্ষীরা-৪ আসনে বিজয়ী হবেন।
ড. মনির শুক্রবার বিকেলে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি নির্বাচিত হলে,উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ,জলাবদ্ধতা-লবনাক্ততা দূরীকরণ,পাশ্চাত্য বিশে^র অভিজ্ঞতা কাজে লাগিয়ে বেকার তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিংসহ কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করে স্বাবলম্বী করবেন।
মতবিনিময়কালে সাতক্ষীরায় কর্মরত বিপুল সংখ্যক ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(আরকে/এএস/আগস্ট ২৯, ২০২৫)