মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : খাওয়ার সংকটে পড়া  চট্রগ্রামের অক্সিজেন শীল ঝর্ণা অবস্থিত বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজজ সেবক দানবীর সুবর্ণচরের কৃতি সন্তান আব্দুল করিম। 

২৯ আগষ্ট (শুক্রবার) বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমে গিয়ে খাওয়ারের ব্যবস্থা করে দেন আব্দুল করিম।

সমাজ সেবক আব্দুল করিম বলেন,বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমটি পরিচালনা করেন আলহাজ মাওলানা গোলাম রাব্বানী।

গোলাম রাব্বানী ওমরা হজ্ব পালন করতে গেলে খাবার সংকটে পড়ে বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমটি তখন সোস্যাল মিডিয়ায় সংবাদটি প্রচার হলে সমাজ সেবক আব্দুল করিমের নজরে আসে। গতকাল শুক্রবার স্বেচ্ছাসেবক সুমন মোল্লাকে নিয়ে বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করেন এবং সেখানে খাওয়ারের ব্যবস্থা করে দেন আব্দুল করিম এবং পরবর্তীতে যে কোন সংকটে বৃদ্ধাশ্রমটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।

ফুলঝুড়ি ব্লাড ডোনেট এসোসিয়েশন উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আব্দুল করিম, ইতিপূর্বে মুমুর্ষ রোগী, অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

(আইইউএস/এএস/আগস্ট ৩০, ২০২৫)