মোঃ ইমাম উদ্দিন সুমন, স্টাফ রিপোর্টার : জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে দিন দিন উত্তাল হয়ে উঠছে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল ৩ আগস্ট থেকে চলতে থাকা টানা ২ ঘন্টা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে আজ ২৯ দিন আজকেও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতি।

৩০ আগষ্ট (শনিবার) মহাখালী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের প্রধান সড়কে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্ম বিরতি, প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় নেতারা " জামাল হত্যার জামাল হত্যার বিচার চাই বিচার চাই, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, জামালের খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই বলে নানা স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল কর্মচারী সমিতির নেতা, আনিসুজ্জামান মিলন, ফয়েজ উল্লাহ, জামালের ভাই বড় ভাই আলম মিয়া,জসিম উদ্দিন, সংগঠনের নারী নেত্রী, আনোয়ারা বেগম, হালিমা বেগম, নূর জাহান বেগম, মায়া রানী, লতা বেগম প্রমুখ।

বক্তারা, বলেন জামালকে খুন করা হয়েছে প্রায় ১ মাস হয়ে গেলো কিন্তু পুলিশ খুনিদের গ্রেপ্তার করতে পারেনি, আমরা জামালের খুনিদের ফাঁসি চাই, সেই সাথে যারা জড়িত নয় তাঁদের যেন হয়রানি করা না হয়। দ্রুত সময়ের মধ্যে জামালের খুনিদের গ্রেপ্তার করা না হলে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতির ঘোষণা করা হবে, মামলাটি পুলিশ থেকে পিবিআই কে তদন্ত দেয়ার অনুরোধ জানান বক্তারা।

(আইইউএস/এএস/আগস্ট ৩০, ২০২৫)