মঞ্চ ৭১’র সভায় উপস্থিত গ্রেফতারকৃতদের সসম্মানে মুক্তি দিন: আবীর আহাদ

স্টাফ রিপোর্টার : গত ২৮ আগস্ট ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামের সংগঠন আয়োজিত ‘মুক্তিযুদ্ধ ও সংবিধান’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা তৌসিফুল বারী খানসহ শিক্ষক ও সাংবাদিকদের ওপর মুক্তিযুদ্ধবিরোধী মব-সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান, লেখক-গবেষক ও বীর মুক্তিযোদ্ধা আবীর আহাদ।
আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, “এটি কেবল ব্যক্তিগত হামলা নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর নগ্ন আঘাত। এ ধরনের ঘটনা প্রমাণ করে, মুক্তিযুদ্ধবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি এখনও সক্রিয় এবং তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত।”
তিনি অবিলম্বে মব-সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি গ্রেফতারকৃতদের সসম্মানে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আবীর আহাদ আরও বলেন, “মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে আর কখনো মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”
(পিআর/এসপি/আগস্ট ৩০, ২০২৫)