সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মডিউল কমিউনিটি সেন্টারে ফ্রন্টের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সর্বসম্মতি ক্রমে ১০১ সদস্য বিশষ্ট কমিটি গঠন করা হয়। 

কাপাসিয়া উপজেলার শ্রী শ্রী জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক বাবু জীবন ভৈৗমিকের সভাপতিত্বে ও বাবু কৃষ্ণ পালের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ রিয়াজুল হান্নান। সম্মেলন উদ্বোধন করেন, জেলা কমিটির আহবায়ক বাবু বিধান কৃষ্ণ বর্মন।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, পূজাা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বাপ্পী দে, জেলা ফ্রন্টের সদস্য সচিব অ্যাডভোকেট সুমন চন্দ্র সাহা, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিল্টন সরকার, কাপাসিয়া সদর ফ্রন্টের সভাপতি চন্দন রক্ষিত, সনমানিয়া ইউনিয়নের লিটন চন্দ্র সরকার, ঘাগটিয়া ইউনিয়নের পক্ষে সঞ্জয় সরকার, বারিষাব ইউনিয়নের নকুল চন্দ্র সুত্রধর কড়িহাতা ইউনিয়ন ফ্রন্টের সভাপতি রাজন চন্দ্র ঘোষ প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে মিন্টন সরকারকে সভাপতি কৃষ্ণ চন্দ্র পালকে সাধারণ সম্পাদক ও বিকাশ চন্দ্র শীলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।

(এসকেডি/এসপি/আগস্ট ৩০, ২০২৫)