জামালপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ যুবক আটক

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরের গেটপাড় এলাকা থেকে এয়ার গান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মেহেরাব হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।
আজ শনিবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে মেহেরাবের নিজবাড়ি থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটককৃত যুবক শহরের শান্তিবাগ এলাকার মনিরুজ্জামানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে ভোরে শান্তিবাগ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মেহেরাবের বাড়ি থেকে একটি এয়ার গান, ছুরি, কুড়াল ও ওয়াকিটকিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে তাকে আটক করা হয়।
জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি শখের বশে এসব অস্ত্র সংরক্ষণ করেছেন বলে জানিয়েছেন।
(আরআর/এসপি/আগস্ট ৩০, ২০২৫)