স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলা শহরের পূর্বপ্রান্তের তালমা নদীর পাড়ে অবস্থিত শ্মশান মাঠে আজ বিকালে উদ্বোধন হয়েছ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। 

উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে এফসিআর বাংলাবান্ধা তেঁতুলিয়াকে পরাজিত করে বিজয়ী হয়েছে তালমা ফুটবল একাডেমি। ৩২টি দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা কৃষক দলের আহবায়ক আইনুল হক এবং পঞ্চগড় জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাবু। মধ্যমাঠ পরিচালনা করেন পঞ্চগড় রেফারি সমিতির সদস্য রাশেদুজ্জামান রাশেদ। সহকারি পরিচালক ছিলেন মোঃ মনোয়ার হোসেন ও মোঃ তারিক হাসান। ধারাভাষ্যে ছিলেন ওবায়দুল কাদের। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও আহ্বায়ক হিসাবে রয়েছেন ক্রীড়া সংগঠক মোহাম্মদ সোহেল।

(আরএআর/এসপি/আগস্ট ৩০, ২০২৫)