সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর নৃশংস হামলার প্রতিবাদ ও হামলাকারীদের আটক পূর্বক শাস্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ শনিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকর বিষয়ক সম্পাদক ফাতেমা রেসা, বাগেরহাট জেলা কমটির ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ইমরান শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ রেজা, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সজীব সরদার প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকায় গণধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে আমাদের নেতা নূরুল হক নূরুসহ শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে। আমরা এঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদের আটক ও আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার করে আইনের আওতায় আনার দাবি জানান।

(এস/এসপি/আগস্ট ৩০, ২০২৫)