রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর ও রাজধানীতে র‌্যাব-১০ এর পৃথক মাদকবিরোধী অভিযানে সর্বমোট ৩৫৭ পিস ইয়াবাসহ মো. মানোয়ার শেখ (৪৭) ও নাছির মিয়া (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার উত্তরাধিকার ৭১ নিউজকে এ খবর নিশ্চিত করেন।

তাপস জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র‌্যাব-১০) এর বিশেষ আভিযানিক দল গত ৩০ আগস্ট ২০২৫ তারিখে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ব্রিজ এলাকায় বিকেল ৬ টার দিকে পরিচালিত এই অভিযানে আনুমানিক সত্তর হাজার পাঁচশত টাকা মূল্যের ২৩৫ (দুইশত পঁইত্রিশ) পিস ইয়াবাসহ নাছির মিয়া (৩৫), পিতা- রব মিয়া, সাং- ময়নাবাস, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ৮টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন জয়নগর এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। অভিযানে *আনুমানিক ছত্রিশ হাজার ছয়শত টাকা মূল্যের ১২২ (একশত বাইশ) পিস ইয়াবাসহ মো. মানোয়ার শেখ (৪৭), পিতা- মৃত আতিয়ার শেখ, সাং- কয়ড়া, থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুই আসামি স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং দেশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। এছাড়া, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব-১০ এর ওই কর্মকর্তা।

(আরআর/এএস/আগস্ট ৩১, ২০২৫)