মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে বিভিন্ন জাতের গ্রায় ৩০/৪০ গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এতে ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী আয়েশা। 
ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার ৫ নং চর জুবিলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মাওলানা জামাল উদ্দিনের বাড়ীতে।
ভুক্তভোগী আয়েশা আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামী ঢাকায় চাকুরি করে করে সে সুবাধে প্রায় আমাকে ঢাকায় থাকতে হয়। সে সুযোগ বাড়িতে কেউ না থাকায় একই ওয়ার্ডের আব্দুল মান্নানের পুত্র আব্দুল মাবুদ রাসের এবং কোম্পানীগঞ্জ থেকে আসা তার শ্যালকসহ অজ্ঞাত ৩/৪ জনের তার সাঙ্গপাঙ্গ নিয়ে কয়েকদিন আগে তার বাড়ীর কড়ই গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, সেগুন গাছসহ ১২/১৩ প্রজাতির গাছ কেটে পেলে রাখে। এর আগেও রাসেল একাধিকবার আমার বাড়ীতে ডুকে গাছ কেটে নিয়ে যায়। এলাকায় বিচার দিয়েও কারো কাছে বিচার পাইনি, এসবের প্রতিবাদ করলে রাসেল আমাকে হুমকি ধমক দেয়। আমি এসব ঘটনার বিচার চাই।
গাছ কর্তনের বিষয়ে অভিযুক্ত আব্দুল মাবুদ রাসেল সাথে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন আমিকোন গাছ কাটিনি এই বলে ফোন কেটে দেন একাধিকবার তাকে ফোন করার পরেও সে ফোন রিসিভ করেনি।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন এ ঘটনা শুনিনি কেউ যদি অভিযোগ করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

(আইইউএস/এএস/আগস্ট ৩১, ২০২৫)