মহম্মদপুরে বিএনপির নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার মহম্মদপুর উপজেলার-৭ নং-পলাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রবিউল ইসলাম নয়ন,ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব।কর্মী সমাবেশে বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে রবিউল ইসলাম নয়ন,আরো বলেন,আমরা সবাই মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার ধানের শীষের পক্ষে কাজ করবো।
কেউ বিভেদ সৃষ্টি করলে তাকে ছাড় দেওয়া হবে না।
মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (৩০ আগষ্ট) বিকালে ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশ সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রজব আলী।
মাগুরা জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চুর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু,সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল, যুগ্ম-আহবায়ক জহুরুল হক,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,নহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব,শরিফুজ্জামান শরিফ ও ছাত্রদলের আহ্বায়ক নুর আলম শিকদার সজিব সহ অন্যরা।
(বিএসআর/এএস/আগস্ট ৩১, ২০২৫)