মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : "ভোট একটি গুরুত্বপূর্ণ আমানত, এটি ভাল জায়গায় প্রয়োগ করতে হবে" এমনি কথা বলেছেন জাবালে নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফুলপুর পৌর বিএনপি'র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব আলমগীর হোসেন। গতকাল শনিবার নিজ মাদ্রাসায় উপজেলার ৬ নং পয়ারী ইউনিয়নের মুরুব্বীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, নির্বাচনের রোড ম্যাপ তৈরি হয়ে গেছে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি'র ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সবাইকে একযোগে কাজ করতে হবে। ভালো ব্যবহার ও ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। ভদ্রলোকদের জন্যই হবে আগামী দিনের বিএনপির রাজনীতি।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অক্লান্ত পরিশ্রমের ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাই স্থানীয় গ্রুপিং রাজনীতির উর্ধ্বে গিয়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। ফেব্রুয়ারিতে অবশ্যই দেশে নির্বাচন হবে। আর সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে অবশ্যই সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

পরিশেষে, আগামী ১ সেপ্টেম্বর বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় কর্মসূচিগুলোতে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেন তিনি।

(এসআই/এসপি/আগস্ট ৩১, ২০২৫)