নুরের ওপর হামলা
টুঙ্গিপাড়ায় ১২ নেতাকর্মী নিয়ে গণঅধিকারের বিক্ষোভ
.jpg)
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে গণঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে অংশগ্রহণ করে গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মী। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তারপর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
ভিডিওতে দেখা যায়, টুঙ্গিপাড়া গনঅধিকার পরিষদের চৌরঙ্গি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে টুঙ্গিপাড়া-পিরোজপুর সড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনালের সামনে এসে শেষ হয়। এসময় ৫ মিনিটের জন্য গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক অবরুদ্ধ করে রাখেন গণ অধিকারের ১২ জন নেতাকর্মীরা। মিছিলে নেতাকর্মীরা "ভিপি নূরের ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই" শ্লোগান দেন। পরে বাস টার্মিনালে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে গণঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি শাহিদ আলম, ভারপ্রাপ্ত সভাপতি রইসুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ আলী সরদার, সাধারণ সম্পাদক মহসিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান, সহসাংগঠনিক সম্পাদক রেজা, প্রচার সম্পাদক আলফাজ শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক রাহমাতুল্লাহ, গণঅধিকার পরিষদ পাটগাতী ইউনিয়ন শাখার সহ-সভাপতি সোহেল, গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওবায়ের তারিফ, টুঙ্গিপাড়া উপজেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি আজম খান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক আলফাজ ফকির সহ মোট ১২ জন অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ভিপি নুরুল হক নুরের ওপর হামলা দেশের গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার ষড়যন্ত্রের অংশ। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সাথে গণঅধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের ওপর যে নেক্কারজনক হামলা হয়েছে আমরা তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। না হলে গণঅধিকার পরিষদ রাজপথে আন্দোলন করে যাবে।
বিক্ষোভ মিছিলে মাত্র ১২ জন নেতাকর্মীর অংশগ্রহণের বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহসিন শেখ বলেন, টুঙ্গিপাড়ায় আমাদের ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি, ৩ টি ইউনিয়ন কমিটি সহ যুব অধিকার, ছাত্র অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের কমিটি রয়েছে। কিন্তু সাবেক সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির মধ্যে দলীয় কোন্দল রয়েছে। এ কারণে স্বল্প সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। আমরা দলীয় সংকট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে আর কোন মন্তব্য করতে চাননি তিনি। # মনোজ সাহা, ৩১.০৮.২০২৫
জানা যায়, ২০২৪ সালের ২২ আগস্ট টুঙ্গিপাড়া উপজেলা গনঅধিকার পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন গোপালগঞ্জ জেলা গণধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদার ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। কিন্তু এবছরের ৫ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সভাপতি শাহিদ আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় সহ-সভাপতি রইসুল ইসলামকে। তারপর থেকেই প্রকাশ্যে কোন বিরোধ না হলেও দলীয় কোন্দল দেখা দেয়।
(টিবি/এসপি/আগস্ট ৩১, ২০২৫)