শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে অধ্যক্ষ আবুল হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি ও পাইলট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি শহিদুল ইসলাম মৃধা। 

সমাবেশে শুধু মাত্র দশম শ্রেণীর সকল শিক্ষার্থীর অভিভাকগণ উপস্থিত ছিলেন। সমাবেশে উপস্থিত আলোচকরা স্কুলের শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রতিনিধি মো. সিদ্দিক হোসেন, সিনিয়র শিক্ষক আলতাফ হোসেন উজ্জ্বল, অভিভাবক প্রতিনিধি মজনু মৃধা প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশীদ মামুুন, যুবদল নেতা মোঃ বাবু, মোহাম্মদ বুলেট, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়সাল আহমেদ রনি প্রমুখ।

(এআই/এসপি/আগস্ট ৩১, ২০২৫)