সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় প্রাইভেটকার চাপায় আ. জব্বার (৭৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় বাগেরহাট- ঢাকা মহাসড়কের মাদরাসাঘাট এলাকায় মহাসড়ক পার হবার সময় দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ প্রাইভেটকারটি আটক করলেও চালক পালিয়ে যায়। নিহত বৃদ্ধ আ. জব্বার বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিগঞ্জ গ্রামের সেকেন উদ্দিনের ছেলে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করে জানান, চিতলমারী উপজেলার কালিগঞ্জ গ্রামের বৃদ্ধ আ. জব্বার শনিবার সন্ধ্যায় মেয়ের বাড়ী মোল্লাহাট উপজেলার মাদরাসাঘাটে যাওয়ার সময় মহাসড়ক পার হতে গেলে ঢাকাগামী একটি প্রাইভেটকার চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হাইওয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ঘাতক প্রাইভেটকারটিকে জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া চালককে আটকের চেষ্টা চলছে হবে বলেও জানান এ কর্মকর্তা।

(এস/এসপি/আগস্ট ৩১, ২০২৫)