সালথা (ফরিদপুর) প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হকের নূরের উপর সেনাবাহিনী ও পুলিশ বাহিনী কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে ফরিদপুরের সালথায় মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ  রবিবার (৩১ আগস্ট) রাত ৮টায় সালথা উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে সালথা সদরের বাইপাস সড়কের পাশে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। পরে বাইপাস সড়কের চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির হাওলাদার, অর্থ সম্পাদক মো. ফিরোজ শেখ, দপ্তর সম্পাদক সুমন ইসলাম নিরব, শ্রম ও কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক ওমর ফারুক, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি হারুনার রশীদ, সালথা উপজেলার গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক আবুল কাসেম মোল্ল্যা ইমরান, সিনিয়র সহ-সভাপতি হেদায়েত হোসেন, সহ-সভাপতি চাঁন মিয়া, নগরকান্দা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ফরহাদ মোল্যা, সদস্য সচিব-নাহিদ ইসলাম, যুব অধিকার পরিষদের সিনিয়র সদস্য সচিব-রবিউল ইসলাম, অর্থ সম্পাদক সোহেল রানা, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি তুহিন মিয়া, ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সৈয়দ আব্দুল বাপ্পী প্রমুখ।

সমবেশে বক্তব্যে বক্তারা বলেন, নুরুল হক নুর ভাইয়ের উপরে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ যানাই এই হামলার পিছনে ইন্টারিম সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সরাসরি হাত রয়েছে আমি মনে করি এর পদত্যাগ চাই। ভিপি নুরুল হক নুরের উপর হামলায়, বাংলাদেশের সর্ব সাধারণের খুশি হওয়ার কিছু নাই। গতকাল নুর, আজকে সাংবাদিক, আগামীকাল আপনি হবেন। অতএব সকলকে দলমত নির্বিষেশে একাকার হতে হবে। তা না হলে, আবারো ১/১১ হয়ে সেনা শাসন হবে। তাই বলছি, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তির দাবি জানান।

(এএনএইচ/এএস/আগস্ট ৩১, ২০২৫)