কালিগঞ্জের চম্পাফুল কালীবাড়ি বাজার
সুনীল মণ্ডলের জমিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামাদ গাজীর লুটপাট অব্যাহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল কালীবাড়ি বাজারে সুনীল মণ্ডলের জমিতে থাকা আদালতের স্থিতাবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে সামাদ গাজী লুটপাট চালিয়ে যাচ্ছে। আজ সোমবার সকালে লুটপটে বাধা দেওয়ায় সুনীল মণ্ডলের পুত্রবধূ সরস্বতী মণ্ডলকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
সুনীল মন্ডলের পুত্রবধূ সরস্বতী মন্ডল জানান, তার শ্বশুরের সাড়ে ১৬ শতক জমি নিয়ে প্রতিবেশী সামাদ গাজী ও তার ছেলে আলমগীর কবিরের সাথে আদালতে উচ্ছেদের মামলা চলমান রয়েছে। এমতাবাস্তায় গত ইংরেজি ১৮ আগস্ট সামাদ গাজী ও তার ছেলে আলমগীর কবিরের নেতৃত্বে ৪০-৫০ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত তিন বিঘা জমিতে জবরদখল শুরু করে। সন্ত্রাসীরা ওই জমিতে থাকা আম, জাম, কাঁঠাল, নারিকেলসহ দশ প্রজাতির শতাধক বনজ ও ফলজ গাছ কেটে লুটপাট করে সবজি ও ফল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে তারা বাধা দিলে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়ে ও লাভ হয়নি। ফলে তারা আদালতে দারস্ত হন।
এক পর্যায়ে গত ২৭ এ আগস্ট সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর আদালতে এক শুনানি শেষে বিবাদী পক্ষ সামাদ গাজী ও তার ছেলে আলমগীর কবীর কে ওই জমিতে (৮৮ দাগ) কোন কাজ না করার নির্দেশনা দেন। এরপরও ২৮ ই আগস্ট কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের নির্দেশে সামাদ গাজী তার নির্মাণ কাজ বন্ধ রাখলেও আজ সোমবার সকাল থেকে আবারো ওই জমিতে থাকা কাটা বিভিন্ন ধরনের গাছের গুড়ি লুটপাট শুরু করা হয়। বাধা দেওয়ায় তাকে ও তার স্বামী শংকর মণ্ডলকে হত্যার হুমকি দেওয়া হয়।
বিষয়টি আবারও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনারকে অবহিত করলে চম্পাফুল ইউনিয়ন ভূমি কর্মকর্তা দেবব্রত মন্ডল ঘটনাস্থলে এসে গাছ লুটপাট এর সত্যতা পান। একইসাথে তিনি সামাদ গাজীকে সতর্ক করে গাছ নিয়ে যাওয়ার ভিডিও চিত্র ধারণ করেন এমন অবস্থায় সুনীল মণ্ডল ও তার পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েছেন। তারা অবিলম্বে লুটকৃত গাছপালা সহ অন্যান্য জিনিসপত্র ফিরে পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে তারা জীবনের নিরাপত্তা দাবি করেছেন।
এ ব্যাপারে চম্পাফুল ইউনিয়ন ভূমি কর্মকর্তা দেবব্রত মণ্ডল জানান, তিনি গাছ লুটের অভিযোগের সত্যতা পেয়েছেন। ভিডিও চিত্র ধারণ করেছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৫)