আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও হয়রারি রোধে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের কাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। 

বরিশালের গৌরনদীতে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী দিন রবিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে পিআইবি মহাপরিচালক বলেন, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য আমাদের মতামত গণমাধ্যম সংস্কার কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছি।

তিনি আরও বলেন, গত ১৫ বছর মিথ্যে বয়ানের মাধ্যমে অনেক প্রতিবেদন তৈরি হয়েছে। যে কারনে দেশের সঠিক পরিস্থিতি মানুষ জানতে পারেনি। যদি সঠিক সাংবাদিকতা থাকত, জবাবদিহিতার জায়গা থাকত, তাহলে দেশে গণতন্ত্র থাকত। দলবাজ ও দুর্নীতিবাজরা অন্যান্য স্তম্ভের ন্যায় গণমাধ্যমকেও গ্রাস করেছিলো।

এর আগে শুক্রবার সকালে তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। প্রশিক্ষনে পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ মাল্টিমিডিয়া জার্নালিজমের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

এতে গৌরনদী-আগৈলঝাড়া দুই উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন। শেষে প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করেন অতিথিরা।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৫)