প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : বাংলার গ্রামীণ সংস্কৃতির অন্যতম প্রাণের উৎসব নৌকা বাইচ আবারও নদী তীরবর্তী গ্রামগুলোতে প্রাণ ফিরিয়ে এনেছে। বর্ষার জল আর নদীর বুকে পাল্লা দিয়ে ছুটে চলা বৈঠার শব্দে মুখরিত হচ্ছে গ্রামীণ জনপদ। ভাংগা উপজেলার পশ্চিম আলগীর ঝালডাঙ্গা বিলে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকালে নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই তীরজুড়ে বসেছে উৎসবের আমেজ। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই ভিড় জমিয়েছে প্রতিযোগিতা উপভোগ করতে। কেউ কেউ আবার গানের তালে তালে বৈঠিয়াদের উৎসাহ দিচ্ছেন।

স্থানীয়রা জানান, নৌকা বাইচ শুধু একটি খেলাধুলা নয়; এটি গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ, যা গ্রামীণ সমাজে ঐক্য ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। শতাধিক বছরের পুরনো এই প্রতিযোগিতা এখনো মানুষকে আনন্দে ভরিয়ে রাখে।

বাইচ শেষে বিজয়ীদের হাতে দেওয়া হয় পুরস্কার। তবে গ্রামের মানুষের মতে, পুরস্কারের চেয়ে বড় পুরস্কার হলো গ্রামীণ মিলনমেলা এবং একসাথে আনন্দ ভাগাভাগি করার সুযোগ।

(পিবি/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৫)