ঢাবি'র ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে ফরিদপুরে রাজেন্দ্র কলেজ ছাত্রদলের বিক্ষোভ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শিবির কর্মী কতৃক গণধর্ষণের হুমকির প্রতিবাদে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুর বারোটার দিকে সরকারি রাজেন্দ্র কলেজ শহর ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে কলেজটির ছাত্রদলের নেতা কর্মীরা।
সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ খানের সভাপতিত্বে কলেজটির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থী তার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে ধর্ষণের হুমকি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রীকে হেনস্তা, এবং শিবিরের নেতাকর্মীদের ধারা সারাদেশ নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বোলিংয়ের প্রতিবাদে ু কর্মসূচি পালন করেন তারা। এ সময় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সহ-সভাপতি অনিক খান, সিনিয়র সহ সভাপতি এম মামুন রহমান, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রাহিম সাংগঠনিক সম্পাদক মো. খালিদ হোসেন মিয়া প্রমুখ। এছাড়া, অনুষ্ঠানে সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর হাসিনা সরকারের নিপীড়ন নির্যাতন সহ্য করার পরেও এখন দেখতেছি আবার নতুন স্বৈরাচার তৈরি হচ্ছে। আমরা কি আমাদের ভাইয়ের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি এই জন্য। আপনার মনে রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেশে সুষ্ঠু রাজনৈতিক চর্চা ও মেধাবীদের ক্যাম্পাস। ওই ক্যাম্পাস কোন অরাজকতা সৃষ্টি করার অপচেষ্টা সহ্য করা হবেনা। এছাড়া ফ্যাসিস্ট সরিয়েছি এখন আবার দেশের স্বাধীনতা বিরোধী চক্রের চোখ রাঙানি সহ্য করার কোনো সুযোগ নাই বলেও জানান ছাত্রদলের নেতাকর্মীরা।
(আরআর/এএস/সেপ্টেম্বর ০২, ২০২৫)