কাপাসিয়ায় মহিলাদের মাঝে বিনামূল্যে পুষ্টিকর চাল বিতরণ শুরু

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ২০২৫-২৭ চক্রের উপকারভোগি মহিলাদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার কড়িহাতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্বনির্ভরতার জন্য সহায়তা" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে চাল বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীম।
ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ- জোহরা, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লা, ইউপি সদস্য মোঃ ইব্রাহীম, ইউপি সদস্য লোকমান হোসেন প্রমুখ। এছাড়া কর্মসূচির ট্যাগ অফিসার রেহান উদ্দিন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ২০২৫-২৭ চক্রের চূড়ান্ত তালিকা অনুযায়ী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়নের ২ হাজার ২৬৬ জন মহিলা মাসে ৩০ কেজি করে পুষ্টিকর চাল পাবেন। সুবিধা ভোগি কার্ডধারীদের মধ্যে ৬টি উপাদান মিশানো পুষ্টিকর চাল দেয়া হবে। সুবিধাভোগী মহিলারা ২২০ টাকা করে প্রতি মাসে তাদের ব্যাংক হিসাবে সঞ্চয় জমা করবেন। এ কর্মসূচির আওতায় বিনামূল্যে ২৪ মাস পর্যন্ত ৩০ কেজি করে চাল পাবেন। কর্মসূচির আওতায় সুবিধা ভোগিদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তারা স্থানীয় ভাবে নিজস্ব ওয়ার্ডে পরিচ্ছন্নতা কাজে সহায়তা করবে। ২০ থেকে ৫০ বছর বয়সের মহিলারা এ কর্মসূচির আওতায় সুবিধা পাবেন।
(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৫)