আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বরিশালের গৌরনদীতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১ সেপ্টেম্বর) রাতে গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্থান্ডস্থ জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের গৌরনদী শাখার সভাপতি সোলায়মান তুহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, আগৈলঝাড়া শাখার সভাপতি নাজিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নিশান হাওলাদার, পৌর আহবায়ক জহিরুল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজন মৃধা, ছাত্র অধিকার পরিষদ জেলা প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল সুজন ও গৌরনদী শাখার সভাপতি মেহেদী হাসান তানভীর।

এসময় বক্তারা নুরের ওপর হামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৫)