আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে দুইটি বিল ও ছয়টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৩১২ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরনের মধ্যদিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ এবং উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। এসময় বিভাগীয় মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনিসুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৫)