জামালপুরে সাংবাদিকের মোটরবাইক চুরি

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরের সর্দারপাড়া এলাকায় সাংবাদিকের বাসার গ্যারেজ থেকে একটি মোটরবাইক চুরি হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
এজাহারের বিবরণ অনুযায়ী জানা যায়, প্রেসক্লাব জামালপুরের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্টের জেলা প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন পরিবার নিয়ে শহরের সর্দারপাড়া এলাকার নাছিমা ভিলার চতুর্থ তলায় ভাড়া বাসায় থাকেন। গত সোমবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে, প্রতিদিনের মতো ওই বাসার গ্যারেজে মোটরবাইকটি রেখে বাসায় উঠেন। আজ সকালে আবারও পেশাগত দায়িত্ব পালন করতে বাসা থেকে বের হওয়ার সময় দেখেন, তাঁর মোটরবাইকটি চুরি হয়ে গেছে।
সাংবাদিক শোভন বলেন-‘আমি রাত ১.৩০ মিনিটের দিকে বাসায় প্রবেশ করি। সকালে ৯টার দিকে নিচে নেমে দেখি আমার মোটরবাইকটি নেই। গেইট খোলা ছিলো, গেইটের তালাও নেই। পরে বুঝতে পারি যে মোটরবাইকটি চুরি হয়ে গেছে। গত বছর আমার বাবা মরহুম সাংবাদিক দুলাল হোসাইনের মোটরবাইকটিও চুরি হয়ে যায়। কয়েক মাস আগে সাংবাদিক ইমরানের মোটরবাইক চুরি হয়েছে। আমাদের প্রিয় ও প্রয়োজনীয় জিনিস এভাবে চুরি হচ্ছে, কিন্তু এসব কখনো উদ্ধার হতে দেখি না। আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ জনগণের কি হবে?’
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক বলেন- ওই সাংবাদিক নিজে বাদী হয়ে এই ঘটনায় থানায় মামলা করেছেন। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(আরআর/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৫)