রাজধানীর আদাবরে পুলিশসহ ৩ জনকে কুপিয়ে জখমের ঘটনায় একাধিক নারীসহ গ্রেপ্তার ১০২

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : রাজধানীর আদাবরে পুলিশ সদস্যসহ ৩ জনকে কুপিয়ে জখমের ঘটনায় এ পর্যন্ত ১০২ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে আদাবর থানা পুলিশ।আজ মঙ্গলবার দুপুরের দিকে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া উত্তরাধিকার ৭১ নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আল আমিন নামে এক পুলিশ সদস্যসহ তিন জনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। আহত পুলিশ সদস্যকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ সময় তারা পুলিশের গাড়ি ভাংচুর করেন তারা। এ ঘটনায় এখন পর্যন্ত আটক এক শত দুই জনকে আটক করে আলাদতে পাঠানো হয়েছে। যার মধ্যে ৫ জনকে নিয়মিত মামলায় ও অবশিষ্ট ৯৭ জনকে ডিএমপি অধ্যাদেশ মূলে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার আদাবর থানা পুলিশ সেনা বাহিনীর সহযোগিতায় অত্র থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যেসব আসামি গ্রেফতার করেছেন তারা হলেন- ১. মো. মিজান মাতব্বর (২৮), ২. মো. রাব্বি (২১), ৩. মো. রবিউল ইসলাম @ রবি মন্ডল (৫০), ৪. জুয়েল সরদার (২৬), ৫. সবুজ মিয়া (২৬), ৬। মোছা. রিনা বেগম (৩০) ৭. ফজলু শেখ( ৩৮), ৮. নাজমুল হুদা(৪২), ৯. মো. মন্তাজ আলী (৫০), ১০. মো. রাইমুল(২৭), ১১. আলমগীর শরীফ (৪৩), ১২. মো. আরিফ (২৪), ১৩. মো. রাজন ব্যাপারী (২৯), ১৪. মো. শরিফ (১৮), ১৫. নাদিম আলী (৩০), ১৬. মো. বকুল মিয়া (৩০), ১৭. মো. আল আমিন (৪২) ১৮. শ্রী ফুলকুরমার রায় (২৫), ১৯. মো. নাজমুল হোসেন(২০), ২০. মো. মনির হোসেন(২৫), ২১. মো. ফারুক (২২), ২২. মো. আ. রহিম (৪২), ২৩. মো. আলী হোসেন (৩০) ২৪. মো. মুছা শেখ (৪৩) ২৫. মো. রবিউল মোল্লা (২৯) ২৬. মো. রুবেল আলী শেখ (৩৫) ২৭. শওকত আলী আছির (৩৫) ২৮. মো. জুবায়ের হোসেন(২৪) ২৯. রাজীব শেখ (৩২) ৩০ মো রাকিবুল ইসলাম (২২) ৩১. মনিরুল ইসলাম (৩০) ৩২. রাশেদ পারভেজ (২৯) ৩৩. মো রাকিব হোসেন (২১) ৩৪. সুজন মিয়া (২২) ৩৫. মো. সাহেদ আলী (৪৮) ৩৬. হাবিবুর রহমান (৫০) ৩৭. জয় রায় (১৯) ৩৮. রাব্বী হোসাইন (১৯) ৩৯. মো. রাহাদ (৩৫) ৪০. মো. আলী আকবর (১৯) ৪১. মো. রুবেল হাওলাদার (৩২) ৪২. শফিউল্লাহ ইবনে সিরাজ (৩১) ৪৩. মো. সেলিম (৩৩) ৪৪. নাছির উদ্দিন সরদার (২৮) ৪৫. মো. মাইনুল হোসেন (২৫) ৪৬. মো. নিজাম (৩৫) ৪৭. মো. মাইন উদ্দিন (৪৭) ৪৮. মো. সোলাইমান (৩০) ৪৯. রঞ্জিত রায় (৪৫) ৫০. মোহাম্মাদ রহমান (৩৭), ৫১. আলী আকবর (৪৮) ৫২. মো. জিহাদ (১৯) ৫৩. মো. আরিফ(৩৩) ৫৪. মো. ইয়াছিন আলী (২০) ৫৫. মো. রানা আহম্মেদ (২২) ৫৬. মোহাম্মদ আলী (৪৩) ৫৭. মো. বাদশা মিয়া (২৫) ৫৮. মো. সবুজ (৩৩) ৫৯. রাশেদ আলী (২২) ৬০. মো. হামীম ইসলাম (১৯) ৬১. মো. নাছির ইসলাম (২৫) ৬২. মো. ইসমাইল আকন্দ (২৪) ৬৩. মো. শাহ আলম (৪০) ৬৪. মো. হুমায়ুন কবির (৩১) ৬৫. মোছা. রুবিনা আক্তার (১৯) সহ মোট ১০২ জন।
পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়ে তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, সোমবার রাতে ৯৯৯ এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে আদাবর থানা এলাকায় একটি গাড়ি নিয়ে পুলিশ পৌঁছায়। এসময় দুর্বৃত্তরা গাড়িচালক পুলিশ সদস্য আল আমিনকে কোপায় এবং পরে গাড়িটি ভেঙ্গে ফেলে। তার হাতে কোপ লেগেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এই ঘটনায় পুলিশ সদস্য সহ তিনকে কুপিয়ে জখম করলেও ১০২ জনকে গ্রেপ্তারের সময় ৫টি লাঠি ছাড়া আর কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ।
(আরআর/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৫)