দিনাজপুরে বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা দিলো প্রকৃতি ও জীবন ক্লাব

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.আনোয়ার হোসেন সরকারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন, দিনাজপুর প্রকৃতি ও জীবন ক্লাব।
আজ মঙ্গলবার সকালে দিনাজপুর প্রকৃতি ও জীবন ক্লাব দিনাজপুর শহরের পুলহাটস্থ পাটোয়ারী বিজনেস হাউজের কনফারেন্স রুমে 'সবুজে সাজাই বাংলাদেশ' সফলতার অংশীদার বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.আনোয়ার হোসেন সরকার দিনাজপুর সামাজিক বন বিভাগ থেকে ২ সেপ্টেম্বর অবসর গ্রহণ করায় বিদায় সংবর্ধনার আয়োজন করে।
প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে এবং চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ও প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক শাহ্ আলম শাহী'র প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, ফরেস্টার মো. মান্নান হোসেন ও শিক্ষাবিদ কবীর মাস্টার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকারকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উত্তরণী পরিয়ে দেওয়ার পাশাপাশি 'সবুজে সাজাই বাংলাদেশ' বেস্ট অব দ্যা ক্রেস্ট হাতে তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় সংবর্ধিত বিভাগীয় বন কর্মকর্তার স্ত্রী মোছা. ফারজানা আক্তার উপস্থিত ছিলেন।
এসময় সংবর্ধিত বিভাগীয় বন কর্মকর্তা মো.আনোয়ার হোসেন সরকার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর মাধ্যমে প্রকৃতি ও জীবন ক্লাবের কর্মসূচি বৃক্ষরোপণ, শীতার্ত-অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ অন্যান্য মহতি কাজের ভূষিত প্রশংসা করেন।
সেই সঙ্গে 'সবুজে সাজাই বাংলাদেশ' গড়ার সহযোগিতায় বিশেষ অবদানের জন্য দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার ও ফরেস্টার মো. মান্নান হোসেনকে প্রকৃতি ও জীবন ক্লাবের টিশার্ট এবং ক্যাপ প্রদান করা হয়।
এসময় দিনাজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সায়েম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম মিনার, দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরমান হোসেন বরকত, যুব নেতা রাফিন হোসেন আরফিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
(এসএস/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৫)