রাজৈরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে আজ মঙ্গলবার দুপুরে টেকেরহাট বন্দরে সিটি স্পেলাইসড হাসপাতাল সংলগ্ন পার্টি অফিসের সামনে আনন্দ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মধ্যে রাজৈর পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির হোসেনের নেতৃত্বে টেকেরহাট পার্টি অফিস থেকে টেকেরহাট, রাজৈর এর প্রধান প্রধান সড়ক, মহাসড়ক পিক আপ, মটোরসাইকেল সম্বেলিত এক বিশাল আনন্দ রেলী অনুষ্ঠিত হয়।
রেলী পরবর্তী রাজৈর উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি রাজু আহমেদ রাজু এর সভাপতিত্বে ও রাজৈর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ ফকির এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর পৌর বিএনপির আহ্বায়ক, শেখ জকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজৈর পৌর মৎস্য জীবি দলের সভাপতি হিরু মোল্লাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
(বিডি/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৫)