‘বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায় না’

রূপক মুখার্জি, নড়াইল : বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। ব্যালটের মাধ্যমে নির্বাচন হোক-এমনটাই চাওয়া এদেশের মানুষের। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল নির্বাচন বিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই স্বার্থান্বেষী মহল সম্পর্কে সজাগ ও সচেতন থাকতে হবে।
নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
আজ মঙ্গলবার বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির সভাপতি মো : মিলু শরীফের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সভাপতি মো: আহাদুজ্জামান বাটু'র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, শ,ম, জামশেদ আহম্মদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো : মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, শেখ জহিরুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম আরও বলেন, 'আওয়ামী লীগ আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এদেশে আর কোনদিন স্বৈরাচার বা ফ্যাসিষ্টদের জায়গা হবে না। মানুষ এখন শান্তি চায়, উন্নতি চায়।
প্রধান বক্তা হিসেবে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বলেন, ' এ দেশের একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে। তাদের ব্যাপারে সতর্ক ও সজাগ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি সংসদীয় আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জিতিয়ে আনতে হবে। এজন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে।
আলোচনা সভার আগে লোহাগড়া পৌর বিএনপির কার্যালয়ের সামনে থেকে শত শত নেতা-কর্মীর অংশগ্রহণে এবং বাদ্যযন্ত্র সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৫)