যশোর প্রতিনিধি : যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকা থেকে প্রায় ৭০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের চারটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত যুবকের নাম অমিত বিশ্বাস (৩১)। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, অমিত বিশ্বাসের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৪৬৬ দশমিক ৪৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ২৩০ টাকাও জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ৭০ লাখ ৫০ হাজার ২৪৮ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অমিত বিশ্বাস স্বীকার করেছেন যে, তিনি ঢাকার ধুলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করেন। তার উদ্দেশ্য ছিল সাতক্ষীরার সীমান্ত দিয়ে ভারতে পাচার করা।

এ ঘটনায় আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান চলছে। এর ধারাবাহিকতায় এই সাফল্য অর্জিত হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

(এসএমএ/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২৫)