বিল হরিনার জলাবদ্ধতা নিরসনে সরকারি কর্মকর্তাদের পরিদর্শন

যশোর প্রতিনিধি : যশোরের সদর উপজেলার চাচড়া ইউনিয়নের ভাতুড়িয়া ও ছোট নারানপুর এলাকার বিল হরিনার জলাবদ্ধতা নিরসন এবং অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেছেন সরকারি কর্মকর্তারা। মঙ্গলবার বিকেল ৫টায় এই পরিদর্শনের সময় তারা বিলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকারী দলের মধ্যে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন এবং পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটির সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ আতিকুর রহমান, বিল হরিনা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন, ভাতুড়িয়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক ফিরোজ হোসেন ও সদস্য সচিব মাসুদুজ্জামান টিটো। এছাড়াও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে বিল হরিনার অবৈধ দখল ও অপরিকল্পিত বাঁধের কারণে এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যা কৃষি জমি এবং জনজীবনের ওপর ব্যাপক প্রভাব ফেলছে। বিল হরিনা বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সরকারি কর্মকর্তাদের এই পরিদর্শন জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় কৃষকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন শিগগিরই তাদের দুর্ভোগের অবসান হবে।
(এসএমএ/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২৫)