যশোর প্রতিনিধি : ‘স্বচ্ছ দৃষ্টি উজ্জ্বল ভবিষ্যৎ’ স্লোগানে দেশের পাঁচটি জেলার দুই লক্ষাধিক স্কুল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন আকিজ কলেজিয়েট স্কুলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার এবং ভিশন স্প্রিং-এর যৌথ উদ্যোগে ‘সি টু লার্ন প্রোগ্রাম’ এর আওতায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর।

অনুষ্ঠানে বক্তারা চোখের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান সময়ে মোবাইল ও টিভির স্ক্রিনের কারণে চোখের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই নিয়মিত চোখ পরীক্ষা করানো এবং প্রয়োজন অনুযায়ী চশমা ব্যবহার করা জরুরি। বক্তারা এই মহৎ উদ্যোগের সফলতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন। আরও বক্তব্য রাখেন ভিশন স্প্রিং-এর কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন, আকিজ কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান এবং সিভিসি’র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের জিএম মো. রবিউল হক।

উদ্বোধনী দিনে নাভারন আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে চোখ পরীক্ষা করায়। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। অনেক শিক্ষার্থী জানায়, তাদের চোখের সমস্যা আগে ধরা পড়েনি। এই কর্মসূচির মাধ্যমে তাদের সমস্যা চিহ্নিত হয়েছে এবং তারা বিনামূল্যে চশমা পাবে। শিক্ষার্থীরা এমন একটি উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

উদ্বোধনী দিনে ভিশন স্প্রিং-এর প্রোগ্রাম ম্যানেজার উম্মে সাউদা, রিসোর্স ম্যানেজার আশনা আফরোজ আহমেদ ও আবিদুল হাসান, সুশান্ত সরকার শুভ এবং মোফাচ্ছের হায়দার ভুইয়াসহ আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষকবৃন্দ এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।

(এসএমএ/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২৫)