নগরকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে আবুজর মোল্লা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামে জোবায়ের মোল্যার ছেলে।
জানাযায়, বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়, খবর পেয়ে পরিবারের সদস্যরা উঠিয়ে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষনা করে।
কোদালিয়া শহীদনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পানিতে ডুবে যে শিশুটি মারগেছে তারা নগরকান্দা সদরে ভাড়া বাসায় বসবাস করে, গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করার সময় ডুবে মারাযায়। শিশুটি জুঙ্গুরদী কাছিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
(পিবি/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৫)